০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে একজনের কারাদণ্ড

-

চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে পাহাড় কাটার দায়ে একজনকে তিনদিনের জেল দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালিত হয় নগরীর জিইসি এলাকার হোটেল পেনিনসুলার নিকটবর্তী ব্লোজম গার্ডেন সংলগ্ন পাহাড়ে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী নয়াদিগন্তকে বলেন, নগরীর জিইসি এলাকার ব্লোজম গার্ডেনের পেছনে ম্যানোলা পাহাড় কাটার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কেয়ারটেকার জহির উদ্দিনকে (২৩) পাহাড় কেটে সীমানা প্রাচীর নির্মানকালে হাতে নাতে ধরা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ধৃত জহিরের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লংঘনের অপরাধে ৩(তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। উল্লেখিত স্থানে পাহাড় কাটায় মূল অভিযুক্ত মো: নূরুল আজিমকে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানীতে হাজির হতে নোটিশ প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement