২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে সিনিয়র আইনজীবীর মৃত্যু

আবুল কালাম আজাদ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জজ কোর্টের এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া মোহাম্মদ আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, ‘হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ নামে এক রোগীর মৃত্যু হয়েছে।’

আবুল কালামের শ্যালক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সম্পাদক মো: খোরশেদুল আলম বলেন, ‘দুলাভাই আগে থেকে নিউরো রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ জুন তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন যখন ওনাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান।’

খোরশেদুল আলম আরো জানান, ১০ দিন আগে আবুল কালামের করোনা পরীক্ষার নমুনা নেয়া হলেও তার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ‘ফলে উনি করোনা আক্রান্ত ছিলেন কি না জানি না। তবে করোনার লক্ষণ ছিল।’

দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল কালামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। শনিবার দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল