১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনায় চাঁদপুরের ৬ জন নিহত

- ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে চাঁদপুরের ছয়জন নিহত বলে জানা গেছে। এছাড়া একই পরিবারের সাতজন আহত হয়েছেন।

নিহতেরা হলেন, চাঁদপুর সদরে ফারজানা আক্তার (২০), প্রাণ গোপাল ঘোষ (৬৩), হাজীগঞ্জ উপজেলার মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুমা বেগম (৪২), হাইমচর উপজেলার কাকলী (২০) ও মরিয়ম বেগম (৬)।

আহতরা হলেন একই পরিবারের মা বেবী বেগম (৪০), ভাই হাসান বেপারী (২৮), নানী ফিরোজা বেগম (৭০), ফারজানার মামি শাহিদা বেগম (৪০), মামতো বোন মিতু (১৭), ইলমা (৭) ও মামতো ভাই জুবায়ের (৩)। আহতরা ঢাকা ও বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ভোর ২টা ৫৬ মিনিটে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বজনরা জানান, নিহত ফারজানা আক্তর চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে। প্রাণ গোপাল ঘোষ ওরোফে (মনা বাবু) চাঁদপুর পুরানবাজার ঘোষপাড়া এলাকার মৃত নিবারন ঘোষের ছেলে। কাকলী হাইমচর উপজেলার দক্ষিণ ঈশানপুরের মঈন উদ্দিনের স্ত্রী, মরিয়ম বেগম একই উপজেলার ঈশানপুরের জাহাঙ্গীরের মেয়ে। মজিবুর রহমান হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারী বাড়ীর মৃত আব্দুল জলিলের ছেলে ও কুলসুমা বেগম নিহত মজিবুর রহমান স্ত্রী।

এদিকে স্বজনরা জানিয়েছেন, নিহত ফারজানার দাফন করার জন্য প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ রফতানি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন ঈদের সরকারি ছুটি শুরুর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেফতার ফ্রান্সে হলোকস্ট মেমোরিয়ালে হামলা, মাক্রোঁর তীব্র সমালোচনা মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী নিহত ‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও

সকল