১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষকসহ নিহত ৩

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষকসহ নিহত ৩ - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসার সহকারী সুপারসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সকালে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের মল্লিকবাড়ি নামক স্থানে বিপরীতমুখী দুটি মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাসুম বিল্লাহ ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এবং ঝালকাঠী উপজেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। হাসিব শেখ ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে এবং নুরু মিয়ার বাড়ি পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৯টার দিকে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের মল্লিকবাড়ী নামক স্থানে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেলের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার মাসুম বিল্লাহ (৫০) ও হাসিবকে (২৫) মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জন নুরুমিয়া (৬০) ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হলে সেখানে নুরু মিয়াও মারা যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেয়ার প্রস্তাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সকল