১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


নেছারাবাদে এনজিও’র টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নেছারাবাদে এনজিও’র টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের নেছারাবাদে তাসলিমা বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

তাসলিমা ওই গ্রামের মো: মোস্তফা মিয়ার স্ত্রী।

স্বজনদের দাবি এনজিও’র কিস্তির বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের মামা শ্বশুর মো: আশ্রাব আলী জানান, অভাব অনটনের মধ্যে চলছিল তার ভাগ্নে মোস্তফার সংসার। মোস্তফার স্ত্রী তাসলিমাকে জামিনদার রেখে ছেলে মিরাজ একটি এনজিও থেকে ঋণ নেয়। গত বুধবার বিকেলে এনজিও কর্মীরা তাসলিমার বাসায় গিয়ে ঋণের কিস্তি পরিশোধের জন্য মামলার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে। কিস্তির টাকা দিতে না পেরে লজ্জায় ও ক্ষোভে তাসলিমা আত্মহত্যার পথ বেছে নেয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এনজিও এর বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement