০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ইম্প্যাক্ট জীবন তরী হাসপাতাল এখন ঝালকাঠিতে

ইম্প্যাক্ট জীবন তরী হাসপাতাল এখন ঝালকাঠিতে - ছবি : নয়া দিগন্ত

ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী জেলা কালেক্টরেট স্কুল এলাকায় অবস্থান করে চিকিৎসাসেবা দিচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠিতে হাসপাতালটির সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী তিন মাস ঝালকাঠিসহ কাছের জেলাগুলোর বাসিন্দারা এখান থেকে সেবাগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন।

হাসপাতালের প্রশাসক মো: আলাউদ্দিন জানান, ১০ শয্যার বেডের হাসপাতালটিতে চারজন চিকিৎসক নিয়োমিত দিবেন।

এই হাসপাতালে স্বল্পমূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ছানি অপারেশন, রোগীর চাহিদা অনুযায়ী লেন্স সংযোজন ও ফ্যাকো সার্জারির ব্যবস্থা, নাক-কান-গলা, জন্মগত মুগুর পা, বাকা পা, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা ও অপারেশন, অর্থপেডিক সমস্যাজনিত শারীরিক ব্যথা ও মাজা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে।

এ ছাড়া বিকালঙ্গ ও পঙ্গু রোগীর সহায়ক সামগ্রী দেয়া হবে নদীতে ভাসমান এই হাসপাতাল থেকে।

এই হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ সার্জন রয়েছে। ভাসমান হাসপাতালটির প্রশাসক মো: আলাউদ্দিন আরো জানান, ঝালকাঠিতে অবস্থানকালে প্রতিবন্ধিতা রোগ প্রতিরোধে স্থানীয় শিক্ষক, ইমাম, সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মী ও পল্লি চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হবে।

চিকিৎসা খরচ
৫০ টাকার টিকেট কেটে চিকিৎসা নেয়া যাবে এ হাসপাতাল থেকে। তবে অপারেশনের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য টেস্টের আলাদা খরচ রোগীকে বহন করতে হবে। অপারেশনের পর রোগীরা ভাসমান হাসপাতালে থাকবেন। তাদের খাবারের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করবে।

যে রোগীদের ছানি অপারেশনের পরে লেন্স বসানো প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে ২২ হাজার টাকার প্যাকেজ রয়েছে। তবে অসহায় ও গরীব রোগীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। নদীতে ভাসমান আধুনিক হাসপাতালটির চিকিৎসা নিতে আগ্রহীরা ০১৭৮৭-৬৭২৩২৩ অথবা ০১৭১৫-৩৪৯৯৪০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল