৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দর্শনায় ‘করোনা ভাইরাস’ শনাক্তে মেডিক্যাল টিম

- ছবি: সংগৃহীত

দর্শনায় বাংলাদেশ-ভারত চেকপোস্টে ‘করোনা ভাইরাস’ শনাক্তে ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রোববার চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার মো: জিয়া সাংবাদিকদের গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন প্রতিদিন দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে এবং এশিয়াসহ অন্যান্য দেশের প্রায় ১৬ থেকে ১৭ হাজার মানুষ যাতায়াত করে থাকে। তাদের দেহে এ ধরনণর কোন জীবানু আছে কিনা তা পরীক্ষা করা হবে। তবে ‘করোনা ভাইরাস’ শনাক্তে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কোন নির্দেশ পাওয়া যায়নি।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আবু হেনা মোস্তফা কামাল শুভ জানান সোমবার থেকে ডা: তানভীর ও ডা: শাকিল এর নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের শরীর চেক আপে কাজ করবে ।


আরো সংবাদ



premium cement