০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশ এখন আর গরিব দেশ না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

-

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। বাংলাদেশকে এখন আর কোনো দেশ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। বিগত দশ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, পৃথিবীর বিখ্যাত তিনজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। এটা নিয়ে দেশের জনগণ গর্ব করতে পারে। আমাদের নেতা একজন মহিয়সী নারী। যার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে পায়রা বন্দর হয়েছে। পদ্মা সেতু হচ্ছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে। এসব কিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

আজ শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দশমিনা উপজেলার নদী ভাঙনে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ্য সদস্য রিমন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, কৃষি অফিসার বনি আমিন খান ও ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল