২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মাছের ঘেরে ১২ ফুট অজগর

- ছবি : নয়া দিগন্ত

গলাচিপায় প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে গলাচিপার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় লামনা গ্রামের মন্টু মেম্বারের মাছের ঘেরের পাড়ে কয়েকজন পথচারি প্রথমে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা অজগর সাপটিকে জাল দিয়ে পেচিয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, অজগরটি মঙ্গলবার রাতে এলাকাবাসী উদ্ধারের পর কেউ কেউ বিক্রি বা মেরে ফেলার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে ও চর কারফরমা বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement