১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


মাসুদ সাঈদী কারাগারে

আদালত
মাসুদ সাঈদী - ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে বিস্ফোরক আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের জামিন শেষ হলে আজ মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে হাজির হন মাসুদ সাঈদী। আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াতকর্মীকে আটক করে।

কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ সাঈদী পালিয়ে যান বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন।

আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো: জাকির হোসেন ও ওবায়দুল্লাকে জ্ঞাত আসামি এবং ১২ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করে।

মাসুদ সাঈদী ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর এটাই তার বিরুদ্ধে প্রথম মামলা।

উল্লেখ্য, মাসুদ সাঈদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম কারাবন্দি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। 


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, রেললাইন অবরোধ জামায়াতে ইসলামী এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল : মাওলানা রফিক বড়াইগ্রামে ঘাসের জমি থেকে মহিলার লাশ উদ্ধার ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি ফিলিস্তিনে জাতিগত নিধনযজ্ঞ বন্ধে বিশ্ববাসীর প্রতি জামায়াতের আহ্বান নীলফামারীতে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কি অবস্থান পরিবর্তন করলো? কোর্ট ফি’র ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়া ও আদালত অঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবি বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ‘রাসূল সা:-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে’ বাবুগঞ্জের স্কুলছাত্রী তামান্না হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

সকল