১৭ জুন ২০২৪
`

দশমিনায় ৯ মাসের কাজ ৪ বছরেও শেষ হয়নি

প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ
দশমিনায় ভিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ চার বছর ধরে ঝুলে আছে : নয়া দিগন্ত -

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ভিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ছেড়ে উন্নত পরিবেশে পাঠদানের লক্ষ্যে চার বছর আগে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু ৯ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছর পেরিয়ে গেছে অথচ নির্মাণকাজ শেষ হয়নি। তাই জরাজীর্ণ ভবনেই চলছে বিদ্যালয়ের পাঠদানসহ সর কার্যক্রম।
জানা যায়, এলাকাবাসীর উদ্যোগে ১৯৮৮ সালে ছোট টিন শেড ঘরে প্রতিষ্ঠিত হয় বেতাগী-সানকিপুর ভিসিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে ২০০০ সালে তিন কক্ষের একটি একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে স্থানীয় সরকারি প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। ৯৯ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন দোতলা ভবন নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ শুরু করে। ভবনটির ভিত্তিসহ পিলার স্থাপন নির্মাণ শেষে একতলার ছাদের সেন্টারিংয়ের কাজ শুরু করেন। এরপর অজ্ঞাত কারণে কাজ বন্ধ থাকে। পরে ঠিকাদার সময় বাড়ানোর আবেদন করলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কাজের সময়সীমা বাড়ানো হয়।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপন চন্দ্র অধিকারীসহ একাধিক শিক্ষার্থী জানায়, তাদের স্কুল ভবনের পলেস্তরা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। মাঠে খেলাধুলা করতে পারছে না তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ১৩০ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে ৭৩টি মেয়ে। বাধ্য হয়ে পুরাতন ভবনেই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভবনটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
বিদ্যালয়টির ভবন নির্মাণকাজ শেষ হবে বলে জানান ঠিকাদার গিয়াস উদ্দিন। এলজিইডির দশমিনা উপেজলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, করোনা ও শ্রমিক সঙ্কটে ভবন নির্মাণকাজ ব্যাহত হয়। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে এবং বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ দ্রুত শেষ হবে।


আরো সংবাদ



premium cement
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ১৪০ সুনামগঞ্জে পাহাড়ি ঢল : সুরমার পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত কচুখেতে মিলল কীটনাশক ব্যবসায়ীর গলাকাটা লাশ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে কাজ করার ঘোষণা ইসরাইলের ধলেশ্বরী নদী থেকে কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার ঈদে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাই নিহত গুম-খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন রিজভী স্লোভেনিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে ডেনমার্ক অল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম : শান্ত ফিলিস্তিনিদের জন্য দোয়া ও ত্রাণ পাঠিয়ে এশিয়াজুড়ে ঈদ উদযাপন নেপালের জয়ের সম্ভাবনা দেখে নর্তন-কুর্দন, পড়ে গেলেন সুইমিং পুরে, ভিডিও ভাইরাল

সকল