২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গাছতলায় চলে ক্লাস, বৃষ্টি হলেই ছুটি

-

এক দিকে রোদ্দুর, অন্য দিকে টয়লেট থেকে দুর্গন্ধ আসছে। এমন অবস্থা নিয়ে গাছতলায় পাঠদান করে যাচ্ছেন মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, গত বছর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন দিয়েছি। এ বছরও দেয়া হয়েছে। এখনো কোনো ভবন পাইনি। চারকক্ষের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। উপায় না পেয়ে গাছতলাতে পাঠদান করে যাচ্ছি।
সহকারী শিক্ষক লিটন কুমার রায় বলেন, বিদ্যালয়ে দু’টি ভবন আছে। গত বছর হঠাৎ করে পুরাতন ভবনের ছাদ ভেঙে পড়ে। ওই ভবনে এখন পলেস্তারা খসে পড়ছে। ক্লাস নেয়া যাচ্ছে না। দুই মাস হচ্ছে আমরা গাছতলায় ক্লাস নিচ্ছি। আরেকটা ভবন আছে। তবে এই ভবনের একটি কক্ষে ক্লাস নেয়া হয়। অন্য কক্ষ অফিস হিসেবে ব্যবহার করা হয়। সর্বপরি একটি কক্ষ ছাড়া ক্লাস নেয়ার মতো আর কোনো কক্ষ নেই।

তৃতীয় শ্রেণীর আনিকা, আরিয়ানসহ অনেক শিক্ষর্থী জানায়, প্রচুর রোদ্দুর আসায় আমাদের সমস্যা হয়। পড়তে পারি না। বাইরে থেকে ময়লার দুর্গন্ধ আসে। আর বৃষ্টি হলে বই-ব্যাগ তো ভিজেই যায়।
সহকারী শিক্ষক সাহেব আলী জানান, অনেক সময় এক ক্লাসে দুই শ্রেণীর ছাত্রছাত্রীদের বসতে দিতে হয়। এতে পাঠদান ব্যাহত হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, ভবনের চাহিদা দেয়া আছে। আমরা আশাবাদী দ্রুতই ভবন পাওয়া যাবে।
জানা যায়, ১৯০০ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৬৭ জন ছাত্রছাত্রী রয়েছে। এখানে পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারী রয়েছেন।


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল