দেশবিরোধী ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে : এ কে আজাদ
- ফরিদপুর প্রতিনিধি
- ২৯ মে ২০২৩, ০০:৫৯
রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রসহ দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এ.কে. আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ‘দেশব্যাপী বিএনপি-জামাতের ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে রোববার বিকেলে শহরের ব্রক্ষ্মসমাজ সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ.কে আজাদ একথা বলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একে আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলেই আমরা আজ দরিদ্র থেকে মধ্যম পর্যায়ের দেশে পরিণত হয়েছি। এতে ভয় পেয়ে বিএনপি জামায়াত শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশকে আবারো অস্থিতিশীল করতে চাচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে উঠছে, তখন ফরিদপুরের আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিতে ব্যস্ত। ক্রসফায়ারের আসামী ইয়াবা বিক্রেতা ভয়ঙ্কর দুর্বৃত্তরা দলে প্রবেশ করে আওয়ামী লীগকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আজ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা সম্পাদিকা আইভি মাসুদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা