০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


যুবলীগ কর্মীর কব্জি বিচ্ছিন্ন

আসামি উপজেলা ভাইস চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা

-

পিরোজপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতা করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী নাদিম খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন ও সদর উপজেলার কদমতলা ইউপি চেয়ারম্যান শিহাব হোসেনসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে হাত হারানো নাদিম খানের ফুফু তামান্না বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।
হামলাকারীরা যুবলীগকর্মী নাদিম খানকে হত্যার জন্য ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার শরীর ক্ষত-বিক্ষত হয়। এ সময় মাসুদ শেখ নামে আরো এক যুবলীগ কর্মী আহত হন।
আহত নাদিম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত বুধবার পিরোজপুর শহরে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে হানিফ খানের নেতৃত্বে সিহাব ও বায়জিদ বিরোধীরা যোগদান করায় ক্ষিপ্ত হয়ে নির্মম এ হামলা চালানো হয় বলে হানিফ খান দাবি করেছেন।

 


আরো সংবাদ



premium cement