১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


খানাখন্দে ভরা বরিশাল-ঢাকা মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ

-

সড়কপথে দক্ষিণাঞ্চলের একমাত্র প্রবেশপথ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড থেকে ভুরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের একবারে বেহাল অবস্থা। বিভিন্ন এলাকায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ছোট-বড় গর্ত। আবার কোথাও কোথাও সড়কের মাঝে ফুলে উঁচু হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিন মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকা ও সানুহার বাসস্ট্যান্ড থেকে বামরাইল বাসস্ট্যান্ড পর্যন্ত কমপক্ষে অর্ধশত স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া গৌরনদী থেকে ভুরঘাটা পর্যন্ত সড়কের শতাধিক স্থানে একই ধরনের গর্ত রয়েছে। সড়কের বহু জায়গায় উঁচু উঁচু হয়ে উঠেছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো-না-কোনো যান দুর্ঘটনার শিকার হচ্ছে।
এ মহাসড়ক দিয়ে চলাচলকারী মালবাহী ও যাত্রীবাহী পরিবহন চালকরা জানান, মহাসড়কের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। চলন্ত গাড়ির চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন ও টায়ার-টিউবে সমস্যা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। একাধিক মোটরসাইকেল চালক জানান, বৃষ্টি নামলেই মহাসড়কের গর্তে পানি জমে থাকে। ফলে ঠিকমতো গর্ত দেখা যায় না। এমন পরিস্থিতিতে বাইকের গতি কম থাকলেও গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ ছাড়াও বড় যানগুলো মোটরসাইকেল আরোহীদের গর্তে জমে থাকা পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যান চালকদের।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে সৃষ্টি হওয়া খানাখন্দের কারণে ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বরিশাল সড়ক জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তিন বছর আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কটি সংস্কার করা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সড়ক সংস্কারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বিভাগীয়ভাবে সড়কটি সংস্কারকাজ চলমান আছে বলে তিনি উল্লেখ করেন।


আরো সংবাদ



premium cement
ঢাকামুখী চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চীন অপপ্রচারের জন্য অ্যাপ ও গেম ব্যবহার করছে : অস্ট্রেলিয়ার সমীক্ষা মুন্সীগঞ্জ কারখানার ভেতরই নিরাপত্তাকর্মীর গলাকাটা লাশ উদ্ধার হামাসের তীব্র প্রতিরোধ, ৪ ইসরাইলি সৈন্য নিহত নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ আজ প্রবীণ বাম রাজনীতিক হায়দার আকবর খান রনোর পরলোকগমন গুজরাটের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন চেন্নাইয়ের এবার আকবরপুরের নাম বদলাবেন যোগী! চাঁদের কক্ষপথে পাকিস্তানের প্রথম চন্দ্র-স্যাটেলাইট, পাঠাল প্রথম ছবি উপজেলা নির্বাচন : সরকারদলীয় নিরঙ্কুশ ক্ষমতায়ন প্রক্রিয়া চলছে ভ্রাতা-ভগ্নি-শ্যালকের শাসন

সকল