১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


রায়পুরায় দুই প্রবাসীর সর্বস্ব লুট

-

কাতার ও মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে আসা দুই প্রবাসী অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ নয়াহাটি গ্রামের আবু নাছিরের ছেলে কাতার প্রবাসী কামরুজ্জমান নূর এবং দড়ি বালুয়াকান্দি গ্রামের কাশেম মাস্টারের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবদুল মোতালিব।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ২টায় কাতার প্রবাসী কামরুজ্জামান নূর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সকাল বেলা বাড়ির উদ্দেশে টঙ্গী থেকে উত্তরা পরিবহনে নরসিংদী ভেলানগরে যাত্রা করেন। এ সময় সৌদি থেকে ছুটিতে আসা প্রবাসী পরিচয়ে একই সাথে উত্তরা পরিবহনে উঠে অজ্ঞান পার্টির দুই সদস্য। তারা নূরের পাশেই বসে এবং নরসিংদীর সাহেপ্রতাব যাবে বলে তারা নূরের সাথে আলাপচারিতায় বন্ধুত্বের বন্ধন তৈরি করে। এমনকি সৌদি প্রবাসী পরিচয়দানকারী একজন আওয়ামী লীগের সাবেক নেতা বলে জানায়। তার স্ত্রীর সাথে ফোনে নতুন বন্ধু নূরকে কথা বলায় এবং বাড়িতে বেড়াতে যেতে অনুরোধ জানায়। পাশের অন্যজন সৌদি প্রবাসী পরিচয়দানকারী সোহাগকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে বলে কথা হয়। এরই মধ্যে সৌদি থেকে আনা দামি বিস্কুট ব্যাগ থেকে বের করে সোহাগ নূরকে দেয়। কিন্তু বিস্কুট খেয়ে অজ্ঞান নূরের বিদেশ থেকে আনা তিনটি মোবাইল সেটসহ নগদ ডলার, মালামাল, লাগেজ লুট করে সাহেপ্রতাপ এসে তারা নেমে পড়ে।
অন্য দিকে একই এলাকার মালয়েশিয়া প্রবাসী মোতালিব তিতাস বাসে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তিনি সকাল ৫টায় এয়ারপোর্টে নেমে বাসে ওঠেন। এ সময় তাকে অজ্ঞান করে সাথে থাকা সব কিছু নিয়ে গেলেও বাসের বক্সে রাখা কিছু মালমাল ফিরে পান।
এ ব্যাপারে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি করবেন বলে কামরুজ্জামান নূরের বড় বোন ফাতেমা বেগম জানান।


আরো সংবাদ



premium cement
রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে : প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

সকল