০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পুড়াখাই তীরে ভাঙন : হুমকির মুখে সিলেট-তামাবিল মহাসড়ক

-

সারী নদীর শাখা পুড়াখাই নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে সিলেট-তামাবিল মহাসড়ক। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট নামক এলাকায় সারী নদী থেকে উৎপন্ন হয়েছে পুড়াখাই নদী। এরপর পুড়াখাই নদী গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে ওপর দিয়ে কাপনা নদীর সাথে মিলিত হয়েছে। এ দিকে সারীঘাট দাক্ষিণ বাজার থেকে সারী ব্রিজ পর্যন্ত প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্য রাস্তা দুই নদীর মধ্যখানে অবস্থিত। পূর্ব দিকে সারী নদী আর পশ্চিম দিকে পুড়াখাই নদী। বন্যা আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুড়াখাই নদীর ভাঙন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ যেকোনো সময় সিলেট-তামাবিল মহাসড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
মাত্রাতিরিক্ত বালু বোঝাই ইঞ্জিন নৌকা ও স্পিড বোট চলাচল পানির ঢেউ এবং জাফলং পাথর কোয়ারি ও শ্রীপুর পাথর কোয়ারি থেকে উত্তোলনকৃত পাথর বোঝাই ট্রাকের ওভার লোডের কারণে সারী ও পুড়াখাই নদীর উৎপত্তিস্থল দিন দিন বিলীন হয়ে যাচ্ছে; যে কারণে যেকোনো মুহূর্তে সারী নদীতে বিলীন হয়ে যেতে পারে সিলেট-তামাবিল মহাসড়ক। এতে প্রতিনিয়ত শঙ্কায় রয়েছেন স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষক, শিক্ষার্থী ও পথচারী ছাড়াও প্রতিনিয়ত যাতায়াতকারী যানবাহন চালক এবং দেশ-বিদেশ থেকে আগত পর্যটকেরা। বিষয়টি সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের নজরে এলেও নদীভাঙন ঠেকাতে, শুধু বাঁশ দিয়ে বেড়া তৈরি ছাড়া নেয়া হচ্ছে না স্থায়ী কোনো পদক্ষেপ।
এলাকাবাসী বলেন, সরকার সময়মতো জনগুরুত্বপূর্ণ এ মহাসড়কের দুই পাশ রক্ষায় স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে সারী নদীর ওপর শতকোটি টাকা ব্যয়ে নির্মিত সারী ব্রিজ ধ্বংস হয়ে গোটা জৈন্তাপুর উপজেলা সদর জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মাসুম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে নদী তীর ভাঙনের তথ্য দিয়েছেন। এ ছাড়া সারী নদীর তীর ভাঙন ঠেকাতে সাময়িকভাবে বাঁশের বেড়া দেয়া হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিম বলেন, আমি সরেজমিন নদীভাঙন দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement