২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দেওয়ানগঞ্জে ডায়রিয়ার প্রকোপ ১ শিশুর মৃত্যু

-

জামালপুরের দেওয়ানগঞ্জে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু আলিনা বেগমকে (৯) জামালপুর সদর হাসপাতালে পাঠানো হলে পথে সে মারা যায়। আলিনা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
দেওয়ানগঞ্জ পৌরসভা, দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ি, চিকাজানী, বাহাদুরবাদ, হাতিভাঙ্গা, পাররামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়েনের বিভিন্ন গ্রামে ডায়রিয়া দেখা দিয়েছে। গত কয়েক মাসে তিন শতাধিক ডায়রিয়া রোগী দেওয়ানগঞ্জ ৫০ শয্যার সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। বেশির ভাগ ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর কয়েকগুণ ডায়রিয়া রোগী বিভিন্ন ক্লিনিক, ফার্মেসি, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় লক্ষ করা যাচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম নুরুল আমিন জানান, ডায়রিয়া এখনো মহামারি আকারে ছড়িয়ে পড়েনি। ঈদের পর থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ স্যালাইন রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। একজন মাত্র ডাক্তার দিয়ে ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসা চলার কথা স্বীকার করে তিনি বলেন, ওপরে লেখা হচ্ছে, শিগগিরই সমাধান হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement