১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


নারী বিশ্বকাপ শুরু আগে অকল্যান্ডে গুলিতে নিহত ২

নারী বিশ্বকাপ শুরু আগে অকল্যান্ডে গুলিতে নিহত ২ - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের মধ্য অকল্যান্ডে গুলিতে দু'জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ছয়জন। নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনা নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের কর্মকর্তারা টুইটারে বলেন, এটি একটি 'বিচ্ছিন্ন' ঘটনা। এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।

রক্তস্নাত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৭.২২-এ লোয়ার কুইন্স স্ট্রিটে এক লোক বন্দুক দিয়ে গুলি করে। তবে তার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পরে ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, নারীদের বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement