০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নিউজিল্যান্ডে চীনা রেস্টুরেন্টে হামলায় আহত ৪

নিউজিল্যান্ডে চীনা রেস্টুরেন্টে হামলায় আহত ৪। - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের তিন চীনা রেস্টুরেন্টে সোমবার রাত ৯টার দিকে কুড়াল নিয়ে হামলা চালান এক ব্যক্তি। এতে চারজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করা হয়েছে পুলিশ।

আহতদের একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল আছে।

২৪ বছর বয়সী হামলাকারী একজন চীনা নাগরিক। পুলিশ এখনও হামলার উদ্দেশ্য জানায়নি। হামলাকারীর বিরুদ্ধে শরীরে মারাত্মক ক্ষতি করার উদ্দেশে হামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এটি বর্ণবাদী হামলা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা স্টেফান স্যাগার। হামলাকারী একাই হামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাকারী এমন এক রাস্তায় হামলা করেছেন যেখানে কম খরচে চীনা খাবার বিক্রি করে এমন বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে।

এক রেস্টুরেন্টের ক্রেতা নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, তারা যখন খাবার খাচ্ছিলেন তখন হামলা হয়।

তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। যখন বুঝতে পারলাম কী ঘটছে, তখন তিনি আমাকে আঘাত করার চেষ্টা করেন। তিনি যখন আমার মাথা লক্ষ্য করে কুড়াল মেরেছিলেন, তখন আমি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেছিলাম।’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement