১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


মেলবোর্নে হামলার দায় স্বীকার আইএসের

মেলবোর্নের রাস্তায় হামলার দৃশ্য - সংগৃহীত

অস্ট্রেলিয়ার অভিজাত শহর মেলবোর্নের একটি ব্যস্ততম রাস্তায় এক হামলাকারী পথচারীদের উপর হামলা করে ও একটি গাড়িতে আগুন দেয়। হামলাকারীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয় এবং অপর দুইজন আহত হয়। পাশাপাশি গাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

অবশ্য ঘটনার পরপরই পুলিশের গুলিতে হামলাকারী নিজেও গুরুতর আহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

হামলার পর পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারী

 

এদিকে হামলার ঘটনার পর আইএসের বার্তা সংস্থা ‘আমাক’ থেকে বলা হয় যে, মেলবোর্নের রাস্তায় পথচারীদের ওপর হামলাকারী ওই ব্যক্তিটি আইএস-এরই একজন যোদ্ধা।

কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসেবে মনে করলেও পরে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে।

জানা গেছে, হামলাকারীর বয়স ৩১ বছর।

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার জানান, হামলাকারী ওই ব্যক্তি সোমালিয় বংশোদ্ভুত। স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা তাকে চিনতেন।

অবশ্য মেলবোর্নে এমন হামলা এটিই প্রথম নয়। ২০১৭ সালে শহরটির ওই রাস্তায়ই চালানো আরেকটি হামলায় ৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছিলেন।

ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির এখন বিচার চলছে। আর এর মধ্যেই নতুন করে দ্বিতীয়বার হামলা করা হলো।


আরো সংবাদ



premium cement
স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি শীর্ষ সন্ত্রাসী মামুন ঢাকা থেকে গ্রেফতার ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে : প্রশ্ন কাদেরের

সকল