৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উইঘুরে চীনা জন্মনিয়ন্ত্রণ 'গণহত্যার' সামিল : বিশেষজ্ঞ

উইঘুরে চীনা জন্মনিয়ন্ত্রণ 'গণহত্যার' সামিল : বিশেষজ্ঞ - ফাইল ছবি

পশ্চিত জিনজিয়াং অঞ্চলের উইঘুর এবং অন্যান্য প্রধানত মুসলিম সংখ্যালঘু লোকদের জনসংখ্যা সীমিত করার জন্য চীন নারীদেরকে বন্ধ্যাকরণ কিংবা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করছে।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য বলা হয়েছে।

চীন বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান জেঞ্জের পরিচালিত প্রতিবেদনটিতে বলা হয়, চীনের নীতিটি সম্ভবত মন্থরবেগে জনসংখ্যাগত 'গণহত্যার' সামিল।

প্রতিবেদনে চীনের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়। তবে চীন এসব অভিযোগকে 'ভিত্তিহীন' হিসেবে অভিহিত করেছে।

চীন ২০১৭ সাল থেকে ১০ লাখের বেশি উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিমদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতে বাধ্য করছে।

চীন বলছে, এসব ক্যাম্প আসলে পুনঃশিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ এবং চরমপন্থা মোকাবেলায় এর দরকার রয়েছে।

জিনজিয়াংয়ে উইঘুররা হলো বৃহত্তম তুর্কি-ভাষাভাষী আদিবাসী সম্প্রদায়। দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখরা। এখানে কিরগিজ, তাজিক, হুইরাও বাস করে। আর জিনজিয়াংয়ের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হলো হান। তারা হলো চীনের বৃহত্তম জাতিগোষ্ঠী।

সূত্র : এপি এবং এএফপি


আরো সংবাদ



premium cement