২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারের ইনসেইন কারাগারে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

মিয়ানমারের ইনসেইন কারাগারে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে -

করোনার তীব্র সংক্রমণের মধ্যেই মিয়ানমারের ইনসেইন কারাগারে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার ওই কারাগারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

শুক্রবার ছড়িয়ে পড়া এ বিক্ষোভটি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হবার পর কারাগারে সংঘঠিত প্রথম আন্দোলন বলে জানা গেছে। যদিও দক্ষিণ এশিয়ার এ দেশটিতে সামরিক অভ্যুত্থান হবার পর প্রতিদিনই বিক্ষোভ হয়ে থাকে। মানবকাধিকার কর্মীরা বলছেন যে মিয়ানমারে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত ওই কারাগারের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। মিয়ানমারে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সামরিক অভ্যুত্থানের বিরোধীতাকারীদের এ কারাগারে আটকে রাখা হয়েছে।

এ দিকে কারাগারে আটককৃত কয়েদিরা ঠিক ওই শ্লোগানই দিয়েছেন যা সামরিক শাসকবিরোধীরা দিয়ে থাকেন। ঔপনিবেশিক আমলে তৈরি এ জেলের ভিতরে এ শ্লোগানের শব্দও শুনতে পাওয়া গেছে। এছাড়া শুক্রবার দিনের শুরুর দিকে ওই কারাগারের পার্শ্ববর্তী এলাকার অধিবাসীরা এক ভিডিও রেকর্ডে ওই শ্লোগানের শব্দ ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দিয়ে দেন।

ওই শ্লোগানে বিক্ষোভকারীরা বলছিলেন যে স্বৈরশাসনের পতন হোক, এটাই আমাদের লক্ষ্য। বিক্ষোভ, বিক্ষোভ, শুরু, শুরু, বিপ্লব দীর্ঘজীবী হোক। এভাবেই বিক্ষোভ চলছিল।

রাজনৈতিক বন্দীদের নিয়ে কাজ করা থাইল্যান্ডভিত্তিক সংগঠন এএপিপি বলছে, প্রথমে জেলের নারী সেলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তা কারাগারের সর্বত্র ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভকে জেলখানার কিছু কর্মকর্তাও সমর্থন করেছিলেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স এ সকল প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

মিয়ানমারের প্রিজন ডিপার্টমেন্টের (কারা অধিদফতর) প্রধান চ্যান নিয়েন কাইয়াও রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম মায়াওয়াদিকে বলেন, কারাগারে একটি দাঙ্গার ঘটনা ঘটেছে।

এদিকে থাইল্যান্ডভিত্তিক সংগঠন এএপিপি বলছে, সেনাবাহিনী কারাগারে প্রবেশ করে এবং জেলের কর্মকর্তাদের অস্ত্র কেড়ে নেয়।

এদিকে কারাগারের মুখপাত্র জাও জাও গণমাধ্যমকে বলেন, কারাগারে সংঘঠিত ওই বিক্ষোভ থেমে গেছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কক্সবাজার সৈকতে নেমে হৃদরোগে পর্যটকের মৃত্যু বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হজের নিবন্ধনে দালাল চক্র থেকে সতর্ক করল সৌদি আরব বিএনপি আতঙ্কে ওবায়দুল কাদেরের ঘুমও ভেঙে যায় : সালাম

সকল