২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কোয়ারেন্টাইনের শর্ত ভাঙ্গায় চাকরি গেলো মহিলার

কোয়ারেন্টাইনের শর্ত ভাঙ্গায় চাকরি গেলো মহিলার - ছবি : সংগৃহীত

কোয়ারেন্টাইনের শর্ত ভেঙ্গে জগিংয়ে বের হওয়ায় চীনা বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করেছে বেইজিং। একই সাথে তাকে চীন থেকে চলে যাওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায়, ওই মহিলাকে বাইরে যেতে বাধা দেয়ায় কমিউনিটি ওয়ার্কারের সাথে তিনি উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেইজিংয়ে বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে সেলফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি রয়েছে।

মাস্ক না পড়েই মহিলা সকালে জগিং সেরে এসে দেখেন অ্যাপার্টমেন্ট তালবদ্ধ। তখন তিনি চিৎকার করে তালা খোলার চেষ্টা করছেন আর বলছেন, ‘আমাকে দৌড়াতে হবে, আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে, যদি আমি অসুস্থ হয়ে যাই তখন আমাকে কে দেখবে?’ সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement