০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বড়দিনে চীন, জাপানের শেয়ার বাজারে দরপতন

বড়দিনে চীন, জাপানের শেয়ার বাজারে দরপতন - ছবি : সংগ্রহ

বড়দিন উপলক্ষে বুধবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার বন্ধ থাকলেও জাপানের শেয়ারবাজার দাম কমেছে এবং চীনের বাজারেও শেয়ারের দাম সামান্য পরিবর্তন হতে দেখা গেছে।

টোকিওর নিক্কেই ২২৫ সূচকে দশমিক শূন্য ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩,৭৯২ দশমিক ৩৪ পয়েন্টে এবং চীনের সাংহাই কম্পোজিট ১ থেকে ২ পয়েন্ট পড়ে গিয়ে সূচক দাঁড়িয়েছে ২,৯৮৩ দশমিক ১৩ পয়েন্টে। তাইওয়ানের শেয়ারের সূচক ১২ পয়েন্ট বাড়লেও মালয়েশিয়ায় শেয়ারের সূচক শূন্য দশমিক ৬ পয়েন্ট কমেছে।

এদিনে হংকং, ভারত, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের শেয়ারবাজার বন্ধ ছিল।

বড়দিন উপলক্ষ্যে বন্ধ হওয়ার আগে মঙ্গলবার ওয়াল স্ট্রিটের সূচক প্রায় অপরিবর্তিত ছিল। এক দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্টের শেয়ারবাজারগুলো বৃহস্পতিবার আবার খুলবে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement