০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


উত্তর কোরীয় নেতার ভাইকে হত্যায় অভিযুক্ত নারীর মুক্তি

উত্তর কোরিয়া
উত্তর কোরীয় নেতার ভাইকে হত্যায় অভিযুক্ত নারীর মুক্তি - ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার একটি আদালত সোমবার উত্তর কোরীয় নেতা কিং জং উনের সৎভাইয়ের হত্যায় অভিযুক্ত এক ইন্দোনেশীয় নারীকে ছেড়ে দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করায় এ রায় দেয় আদালত।

ইন্দোনেশীয় নারী সিতি আয়সা ও ভিয়েতনামের নারী দোয়ান থি হুয়োংয়ের বিরুদ্ধে উত্তর কোরীয় নেতা কিং জং উনের সৎভাই কিম জং নামকে হত্যার অভিযোগ আনা হয়।

২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে স্নায়ুযুদ্ধকালীন সময়কার পদ্ধতিতে এ হত্যাকাণ্ড বিশ্ববাসী স্তম্ভিত করে দেয়।

শাহ আলম উচ্চ আদালতের বিচারক আজমিন আরিফিন বলেন, ‘সিতি আয়সাকে ছেড়ে দেয়া হয়েছে।’

তার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে নেয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ রায় দেয়া হয়েছে।

বিচারক বলেন, ‘তিনি এখন বাড়ি যেতে পারেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মাদ ইস্কান্দার আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার কারণ উল্লেখ করেননি।
তিনি বলেন, আয়সা দেশত্যাগ করতে পারেন।

আরো পড়ুন :
উত্তর কোরীয় নেতার ভাই মালয়েশিয়ায় খুন
নয়া দিগন্ত ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

কুয়ালালামপুরের বিমানবন্দরে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার টিভি চোসুন।

এ দিকে বিবিসি জানায়, বিমানবন্দরেই হত্যার টার্গেট হন ৪৫ বছর বয়সী কিম জং-নাম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, কিমকে কুয়ালালামপুরে খুন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের বড় ছেলে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল