০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বোনাসের টাকার পাহাড়!

বোনাসের টাকার পাহাড় - ছবি: সংগৃহীত

সার্বজনীন উৎসবে সব দেশেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কমবেশি বোনাস দিয়ে থাকে। তবে এবার চীনের একটি কোম্পানি কর্মীদের বোনাস দিতে ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে। দেশটির আসন্ন নববর্ষকে সামনে রেখে জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানি নোটের পাহাড় বানিয়েছে। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কোম্পানিটি কর্মীদের বোনাস দিতে ৩০ কোটি ইউয়ান (প্রায় ৩৭০ কোটি টাকা) দিয়ে পাহাড়টি গড়েছে, যা কোম্পানির পাঁচ হাজার কর্মীকে দেয়া হচ্ছে। প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পাচ্ছেন ৬০ হাজার ইউয়ান। উচ্ছ্বাস জানিয়ে একজন কর্মচারী বলেন, ‘এত বড় বোনাস! আমি জানিই না পুরোটা খরচ করব কিভাবে?’

চীনা প্রাচীন নববর্ষের এই উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত। উৎসবকে সামনে রেখে দেশটির বেশির ভাগ কোম্পানিই তাদের কর্মীদের বর্ষশেষের বোনাস দিতে প্রস্তুত হচ্ছে। গত বছরও একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। এরপর একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়। তবে কর্মীদের বোনাস দিতে নোটের পাহাড় গড়ার ঘটনা এটিই হয়তো প্রথম।


আরো সংবাদ



premium cement