১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৪

বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৪ - সংগৃহীত

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ব্যস্ত রাস্তায় একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং দু’জন আহত হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে নয়জন নারী, চারজন পুরুষ ও এক শিশু রয়েছে।

তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবন বোঝাই ছিল এবং লেন অতিক্রম করে বাসটিকে ধাক্কা দেয়।

আন্দিয়ানের ওরুরো এবং পোটোসি শহরকে সংযোগকারী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় আরেক পুলিশ কর্মকর্তা অ্যাদেত ক্যাব্রেরা দুর্ঘটনাস্থল থেকে টিভি চ্যানেল রেড ইউনোকে বলেন, ‘লেন মেনে গাড়ি না চালানো, দ্রুত গতি এবং সাবধানতার অভাব এই দুর্ঘটনার কারণ।’

ক্যাব্রেরা আরো জানান, এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া ট্রাকের চালককে পুলিশ পাহারায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement