২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


চিলির সাবেক প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা - সংগৃহীত

চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তিনি দুইবার প্রেসিডেন্ট হয়েছিলেন।

চিলির দক্ষিণের শহর লাগো রানকোর কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা মঙ্গলবার জানিয়েছেন।

সাবেক প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, তার লাশ উদ্ধার করা হয়েছে।

তোহা বলেছেন, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, চিলি প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্টের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

সাবেক প্রসিডেন্টের অফিস জানিয়েছে, ‘এই শোকের সময় যেভাবে মানুষ শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তাতে আমরা আপ্লুত। তার শেষকৃত্যের ব্যবস্থা সম্পর্কে যথাসময়ে জানানো হবে।’

তিন দিনের শোক
চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক জানিয়েছেন, ‘শুক্রবার সাবেক প্রেসিডেন্টের লাশ সমাহিত করা হবে। তিন দিন ধরে জাতীয় শোকপালন করা হবে।’

মঙ্গলবার চিলির জাতীয় বিপর্যয় মোকাবেলা সংস্থা জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন। কিন্তু কারো নাম জানানো হয়নি।

পিনেরা প্রথমে ২০১০ থেকে ২০১৪ ও পরে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চিলির প্রেসিডেন্ট চিলেন।

শোকবার্তা
পিনেরার মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন দেশ শোকপ্রকাশ করে। উরুগুয়ের প্রেসিডেন্ট বলেছেন, ‘উরুগুয়ের প্রতি পিনেরার মনোভাব সবসময় ইতিবাচক ছিল। কোবিডের সময় তিনি উরুগুয়েকে ভ্যাকসিন দিয়েছিলেন।’

আর্জেন্টিনার প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, ‘পিনেরা সবসময় আর্জেন্টিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ‘এই খবর পেয়ে মর্মাহত। আমরা সবসময় দুই দেশর সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছি।’

মেক্সিকো, প্যারাগুয়ে, কলম্বিয়ার বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরাও পিনেরার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল