২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে

- সংগৃহীত

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯৪ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬৯ হাজার ১৮৩ জনে দাঁড়ালো। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময়ে ব্রাজিলে নতুন করে আরো ১৮ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬০ লাখ ৭১ হাজার ৪০১ জনে দাঁড়ালো।

ব্রাজিলের সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল এ রাজ্যে এ পর্যন্ত মোট ৪১ হাজার ২৬৭ জনের কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে।

সাও পাওলো ও রিওডি জেনিরোসহ ব্রাজিলের কমপক্ষে ৯টি রাজ্যে হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেলেও কর্তৃপক্ষের দাবি দেশটিতে কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসেনি, যেমনটা ইউরোপে শুরু হয়েছে। বাসস


আরো সংবাদ



premium cement