২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযানে ডিসিদের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

- ছবি : ইউএনবি

সারাদেশের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের অভিযানে ডিসিদের সহায়তা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফরের মাধ্যমে আমরা সারা দেশেই অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে আজকের ডিসি সম্মেলনে অভিযানগুলোতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

ডা. সামন্ত লাল বলেন, ‘জেলা প্রশাসকরা আমাদের চিকিৎসা সেবায় নানা সীমাবদ্ধতা ও জনবল সংকটের বিষয়ে জানিয়েছেন। বিশেষ করে তাদের এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সের তুলনায় রোগীর সংখ্যা বেশি, এমনকি হাসপাতালগুলোতে রোগী অনুপাতে টাকা বরাদ্দ নেই, যার ফলে স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন। আমি তাদের বলেছি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু এটা ডিসিদের আছে। তাই অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের অভিযানে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করেন।

স্বাস্থ্যগত জনবহুল সমস্যার সমাধানে কত সময় লাগবে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘আমি তো কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী হয়েছি। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে দুই সচিবসহ একটা মিটিং করেছি, সেখানে স্বাস্থ্যখাতে একটি স্ট্যান্ডার্ড জনবল কাঠামো জমা দিয়েছি এবং তারা সেটি অ্যাপ্রুভ করেছে। এটার জন্য একটু সময় লাগবে।’

তিনি বলেন, ‘একবারে তো সবকিছু করা সম্ভব না। পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা সব হাসপাতালেই লোকজন নিয়োগ দেব।’

সামন্ত লাল সেন আরো বলেন, আমি এতদিন একা ছিলাম (স্বাস্থ্য মন্ত্রণালয়ে) এখন আরেকজন যুক্ত হয়ে দু’জন হয়েছি। দু’জনে মিলে কাজ করে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাব।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement