২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার লোডশেডিং হবে

রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার লোডশেডিং হবে। - ছবি : সংগৃহীত

মঙ্গলবার থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে। জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে লোডশেডিং দেয়া হবে।

সোমবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে লোডশেডিংয়ের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মঙ্গলবার রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা উল্লেখ করা হয়েছে।

লোডশেডিংয়ের শিডিউলে লেখা রয়েছে, ব্লক কালো এরিয়া লোডশেডিংয়ের এরিয়া নির্দেশ করে।

সেখানে আরো লেখা রয়েছে, লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কম/বেশি হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে লোডশেডিং কোথায় কখন হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা ডিপিডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকেই জানা যাবে কখন কোথায় লোডশেডিং।

সোমবার এক বৈঠকে মঙ্গলবার থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

লোডশেডিংয়ের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন


আরো সংবাদ



premium cement