১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


পাইলটদের বেতনে বৈষম্য দূর করার আশ্বাস

পাইলটদের বেতনে বৈষম্য দূর করার আশ্বাস - ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ পাইলটদের বেতনবৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)৷

বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এ তথ্য জানান৷ তিনি বলেন, ১৯ জুলাই বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তারা বাপা নেতৃত্বের সাথে বৈঠকে বিমানের পাইলটদের বেতনবৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছেন ৷

"এজন্য আমরা যেই কর্মসূচিগুলো ৩০ জুলাইয়ের পর থেকে পালন করবো বলে ঘোষণা দিয়েছিলাম, সেগুলো স্থগিত করেছি৷ স্বাভাবিকভাবেই ফ্লাইট পরিচালনা করবো৷ ”

মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল৷ দেড় বছর বাদে অন্যদের আগের মতো বেতন দেয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি ৷ সেই কারণে কর্মবিরতির হুমকি দিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির পাইলটরা ৷ করোনার প্রকোপ শুরুর পর বিশ্বের আকাশপথে চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ৷ যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কর্মীদের বেতন কমিয়ে আনে৷ বিমান চলাচল এখনও পুরোদমে চালু হয়নি৷ তবে গত ১৩ জুলাই বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের একটি অফিস আদেশে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্তে নানা পরিবর্তন আসে৷

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে কাজ করছেন ১৫৭ জন পাইলট ৷ ২০২০ সালের মে মাস থেকে তাদের বেতন ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটা হচ্ছে ৷ বিমানের আদেশে বলা হয়, বিমানে কর্মরত ‘কর্মকর্তা' এবং যেসব ককপিট ক্রুর চাকরির বয়স শূন্য থেকে পাঁচ বছর, জুলাই মাসে তাদের কোনো বেতন কাটা হবে না ৷ তবে পাইলটসহ যেসব ককপিট ক্রুর চাকরির বয়স ৫ থেকে ১০ বছর, জুলাই মাসে তাদের বেতন থেকে ৫ শতাংশ এবং যাদের ১০ বছর বা এর বেশি, তাদের ২৫ শতাংশ বেতন কাটা হবে৷

পাইলটরা ওভারসিজ অ্যালাউন্স পেতেন, যা তাদের বেতনের ২০ শতাংশ৷ সেটা এখন সম্পূর্ণরূপে বন্ধ বলে মূলত তাদের বেতন ২৫ শতাংশের পরিবর্তে ৪৫ শতাংশ কাটা হবে৷ ৫ শতাংশ বেতন যাদের কাটা হবে, তাদের ক্ষেত্রে সেটা দাঁড়াবে ২৫ শতাংশে৷

যাদের বেতন কাটা হবে না তাদের সংখ্যা ১০ জনের বেশি নয় বলে পাইলটরা জানান৷

এসব কারণে যদি বিমান কর্তৃপক্ষ ৩০ জুলাইয়ের মধ্যে অন্যান্য বিমান কর্মকর্তা/কর্মচারীর মতো বেতন সমন্বয় না করে তাহলে ‘শুধু বিমান ও বাপার মধ্যে চুক্তি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে' বলে ঘোষণা দিয়েছিলেন পাইলটরা৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে : প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা

সকল