২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কী হলো আষাঢ়ের

-

আষাঢ় মাস চলছে। গগন গর্জে উঠার কথা। যদিও আষাঢ় মাসে তেমন বর্ষে না। তবুও কিছুটা মেঘাচ্ছন্নের সাথে বৃষ্টি থাকার কথা! অথচ বৃষ্টি যেন আমাদের সাথে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে! এদিকে গরমের তাপে মানুষ হাঁসফাঁস করছে। আষাঢ়ের সেই চিরচারিত রূপ এখন দেখা যাচ্ছে না! তাই মনে প্রশ্ন জাগে, ‘কী হলো আজ আষাঢ়ের’?
অথচ আষাঢ় এলেই মনে বেজে উঠে কবিগুরুর সেই কবিতা ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের খেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে’।
আষাঢ়ে মানে হচ্ছে কাল্পনিক কিছু। অর্থাৎ আষাঢ় মাসে আকাশ যেভাবে গুড়ুম গুড়ুম করে গর্জে উঠে ভয় দেখায়, ঠিক সেভাবে বর্ষে না। আবার মাঝে মধ্যে ঝরা শুরু হলে থামতেও চায় না। আষাঢ় মাসে অনেকেই আষাঢ়ে গল্প করতে ভালোবাসেন। আষাঢ় মাসের মেঘাচ্ছন্ন পরিবেশে ভুনা খিচুড়ি খাওয়ার ধুম বেশ জমে ওঠে। আষাঢ় মাসে আমাদের প্রকৃতি খুব ঝরঝরে হয়ে ওঠে। গাছগাছালিতে প্রচুর নবপল্লব সেজে উঠতে দেখা যায়। মৎস্য শিকারিরা হাঁটুপানিতে মাছ শিকারের নেশায় ছুটে যায়। আষাঢ় মাস ঝড়ের মাস না হলেও মাঝে মধ্যে দমকা হাওয়াসহ ঝড়োবাতাস বয়ে যাওয়া আষাঢ়ের ধর্ম। আকাশে গুড়ুম গুড়ুম করা আষাঢ়ের স্বভাব। নদী-নালা, পুকুর-ডোবা, খাল-বিল এ মাসে পানিতে ভরে ওঠে। আষাঢ়-শ্রাবণে গাছ লাগানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়। গাছে গাছে অপরূপা করে সাজিয়ে দিই এই বৃষ্টির মেলায়। কাজে লাগিয়ে নিই ঋতুর এই বিচিত্রতাকে! ফিরে আসুক আষাঢ় নিজের রূপে এখনো সে আশায় আছি।
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী।


আরো সংবাদ



premium cement
স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড উত্তর ইসরাইলে হামাসের রকেট হামলা প্রচণ্ড গরমে বেতাগীতে ৪ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ

সকল