১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেই

-

প্রতিবছর এ দিনে দেশের ওপর দিয়ে কমবেশি প্রাকৃতিক দুর্যোগ বয়ে যায়। সম্প্রতি যে ঝড়ের উৎপত্তি হয়েছে তার নাম ‘তিতলি ঝড়’। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় হালকা, মাঝারি আকারে এ ‘তিতলি ঝড়’ বয়ে গেছে। অনেক স্থানে ঘরবাড়ি ধসে গেছে। পথেঘাটে গাছগাছালি ভেঙে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেই সাথে অনেক স্থানে দেখা দিয়েছে বৈদ্যুতিক বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগ থামানোর শক্তি যেহেতু আমাদের নেই, সেহেতু আমরা সচেতন ও কিছু প্রস্তুতি নিয়ে এর মোকাবেলা করতে পারি। এতে ক্ষয়ক্ষতি একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। ঝড় বয়ে যাওয়ার পরও আমাদের করণীয় নেহায়েত কম নয়। ঝড়ে বেশির ভাগ ক্ষতি উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে। তাই এ এলাকার সব মানুষকে বেশি তৎপর থাকতে হবে। আর পার্শ্ববর্তী এলাকার মানুষের উচিত সময় সময় গিয়ে তাদের খোঁজখবর রাখা। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়ানো। মহৎ কাজে নিজ উদ্যোগ সব সময় প্রশংসনীয়। প্রথমেই দুর্যোগে আক্রান্ত মানুষের বিশুদ্ধ পানীয় ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে। বিশুদ্ধ পানির জন্য বৃষ্টির পানি মজুদ রাখলে সুবিধা হয়। অনেক সময় ঝড়ে মানুষ হতাহতের শিকার হন। ঝড়ের সময় গাছপালা আর বিদ্যুতের তার ও খুঁটি থেকে দূরে থাকা উচিত। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখা যেতে পারে। এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা রাখতে পারে। যেহেতু এটি মানুষের খুব কাছাকাছি আছে। দুর্যোগে বাড়িঘরের পাশাপাশি গাছগাছালির ক্ষয়ক্ষতি বেশি হয়। প্রথমেই ভেঙে পড়া গাছগাছালি সরিয়ে নিতে হবে। এর পর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার চিন্তা করতে হবে। স্যাঁতস্যাঁতে পরিবেশ নানা সংক্রামক ব্যাধির জন্ম দেয়। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। এ সময় শিশুরা ডায়রিয়া, বমিসহ যেকোনো রোগে আক্রান্ত হতে পারে। একেবারে ছোট শিশুদের বিশেষ যতœ নিতে হবে, যাতে করে ঠাণ্ডা না লাগে। শিশুদের চোখে চোখে না রাখলে তারা যেকোনো দুর্ঘটনার শিকার হতে পারে। অপরিষ্কার পরিবেশ থেকে তাদের দূরে রাখতে হবে। ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আসুন দুর্যোগের পর একে অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী


আরো সংবাদ



premium cement
ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ

সকল