১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চট্টগ্রাম আদালত পরিদর্শন

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি কোর্ট পরিদর্শনের আয়োজন করে। গত ২৯ জুলাই এই পরিদর্শনে ছাত্রছাত্রীরা আদালতের কার্যক্রম সচক্ষে দেখার পাশাপাশি দেওয়ানি ও ফোজদারি কার্যক্রম পর্যবেক্ষণ করার সুযোগ পায়। একটি মামলার ফাইলিং ও বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা তারা পর্যবেক্ষণ করে। এ সময়ে তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জেলা ও দায়রা জজ মসিউর রহমান খানের সাথে সাক্ষাৎ করেন। জেলা ও দায়রা জজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আইনের ছাত্রদের আয় উপার্জনের চেয়ে কর্মক্ষেত্রের উপর বেশি গুরুত্বারোপ করতে হবে’। তিনি বিশ্ববিদ্যালয়ের গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাদের এই কোর্ট ভিজিট মকট্রায়াল অ্যান্ড মুট কোর্ট কোর্সে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি আফরোজা পারভীন, প্রভাষক সাজ্জাদ হোসেন ও জিয়াউল করিম জিয়া।

 


আরো সংবাদ



premium cement