১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


‘জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত’

-

শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত দারিদ্র্যবিমোচন প্রকল্প হতে সুবিধাবঞ্চিত, দরিদ্র ছয়জনকে বিবাহ, চিকিৎসা, গৃহ মেরামত ও বিদেশ যাত্রাখাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত সোমবার নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম।
এ সময় তিনি বলেন, ইসলাম সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা ও মানব সেবার ধর্ম। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাকে ইসলামে সর্বাধিক গুরুত্ব¡ প্রদান করা হয়েছে। অন্যের বিপদ-আপদে সর্বাত্মকভাবে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান। মানুষের কল্যাণে মানুষকেই সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হয়। হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে তা অতুলনীয়, অনুসরণীয় ও প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিদ্র্যবিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। চট্টগ্রাম ব্যুরো


আরো সংবাদ



premium cement