০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


হালচাল

-

মাথা যদি টাক হয়
ইয়া বড় নাক হয়
নেই ক্ষতি তাতে,
কারো পাকা চুল হয়
কিছু কথা ভুল হয়
ভুল ভাবনাতে।

কারো খাটো কান হয়
কারো অভিমান হয়
বিনা অপরাধে,
কারো বড় মন হয়
বড় সেই জন হয়
পড়ে না তো ফাঁদে।

কারো বড় দাঁত হয়
তবু পাতে ভাত হয়
নেই অনাহারে,
কারো গালে তিল হয়
তবু জানি মিল হয়
হাসে বারে বারে।

নারী গাড়ি ঘর হয়
কত সমাদর হয়
পুরুষের গুণে,
টাকা আছে সব হয়
সদা কলরব হয়
পানে স্বাদ চুনে।


আরো সংবাদ



premium cement