৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বকাপ নিয়ে প্রশ্ন জবাব কী?

-

প্রশ্ন : বিশ্বকাপ ও চায়ের কাপের মধ্যে পার্থক্য কি বলোতো ?
ছাত্র : চায়ের দোকানে গিয়ে একটা চা খেলেই চায়ের কাপ হাতে নেয়া যায়। আর বিশ্বকাপকে হাতে নেয়ার জন্য বিভিন্ন দেশের মানুষকে লাথি মারতে হয়।

প্রশ্ন : বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে তো আলোচনা-সমোলোচনার ঝড় উঠেছে। আসলে বিশ্বকাপটা কি?
জেলে : ভাই এটা খুব সম্ভবত উন্নত এক প্রকারের মাছের নাম। ওই ধরুন গিলাসকাপ, মিনারকাপ, সিলভারকাপের মতো বিশ্বকাপও হয়তো কোনো মাছ হবে।

প্রশ্ন : বিশ্বকাপ নিয়েতো মানুষ খুব পরিশ্রম করেছে এবার। আপনার এই বিশ্বকাপ নিয়ে কি মতামত?
কৃষক : ভাই সত্যি কথা বলতে কি আমি আসলে বিশ্বকাপের চাষ কোনো দিন করি নাই। মানুষের মুখে মুখে শুনতে এবার নাকি বিশ্বকাপের বাম্পার ফলন হয়েছে। তাই চিন্তাভাবনা নিছি সামনেরবার চার কাঠা জমিতে বিশ্বকাপের চাষ করব।

প্রশ্ন : আপনার দোকানের চা খেয়ে খুব মজা পেলাম। আচ্ছা ভাই বিশ্বকাপটা কী?
চায়ের দোকানদার : সঠিক জানা নেই তবে আমার যা মনে হয় বিশ্বও মনে হয় চায়ের মতো কোনো জিনিস। আর ওই বিশ্ব যে কাপে খাওয়া হয় সেটাই বিশ্বকাপ হবে বোধ হয়।

প্রশ্ন : আপনি একজন ডাক্তার। আপনি নিশ্চয় বিশ্বকাপ প্রসঙ্গে অবগত আছেন। আসলে বিশ্বকাপটা কি?
ডাক্তার : অবশ্যই। কেন থাকবে না, আমরা ডাক্তার। চোখ কান সব সময় খোলা রাখতে হয়। দেশের কোথায় কি হচ্ছে। বিশ্বকাপ রোগটা আসলে আমাদের জলবায়ুর জন্য হচ্ছে। এটা এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এটা ছোঁয়াচে রোগও। ইতোমধ্যে আমি বেশ কয়েকজন বিশ্বকাপ রোগীকে চিকিৎসা করেছি। বিশ্বকাপ ভ্যাক্সিন ও বিশ্বকাপ থেরাপি দিয়েছে।


আরো সংবাদ



premium cement