২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : গণিত অনুশীলনীÑ ২.১

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনীÑ ২.১’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
নিচের তথ্যের আলোকে (২১-২৩) নং প্রশ্নের উত্তর দাও।
একটি ব্যাট ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ব্যাটটি আরো ২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো।
২১। ৮% ক্ষতিতে বিক্রয় করায় বিক্রয়মূল্য কত হবে?
(ক) ১০৮ টাকা (খ) ৯২ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১৯২ টাকা
২২। উপরের তথ্যে উভয় বিক্রয়মূল্যের পার্থক্য কত?
(ক) ১২ টাকা (খ) ৯২ টাকা
(গ) ১৬ টাকা (ঘ) ১০৮ টাকা
২৩। উদ্দীপকের ব্যাটটির ক্রয়মূল্য কত?
(ক) ৫০০০ টাকা (খ) ১২৫০ টাকা
(গ) ১২০০ টাকা (ঘ) ১৫০০ টাকা
নিচের তথ্য লক্ষ করো :
ও = ঢ়হৎ

উপরের উদ্দীপক থেকে (২৪-২৬) নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৪। ও দ্বারা কি বোঝায়?
(ক) মুনাফা (খ) মূলধন
(গ) সুদের হার (ঘ) সময়কাল
২৫। ঢ় বলতে নিচের কোনটি বোঝায়?
(ক) মুনাফা (খ) আসল
(গ) সুদের হার (ঘ) সময়কাল
২৬। ৎ বলতে নিচের কোনটিকে বোঝায়?
(ক) মুনাফা (খ) আসল
(গ) সুদের হার (ঘ) সময়কাল
২৭। মুনাফা নিচের কোনটির উপর নির্ভর করে?
(ক) ঢ় (খ) ৎ (গ) হ (ঘ) সব ক’টি
২৮। ৬ বছর পর সে কত মুনাফা পেল?
(ক) ২৫০০ টাকা (খ) ৩৫০০ টাকা (গ) ৩০০০ টাকা (ঘ) ২০০০ টাকা
২৯। ৬ বছর পর তার মুনাফা আসলসহ কত হবে?
(ক) ৩০০০ টাকা (খ) ৫০০০ টাকা (গ) ২০০০ টাকা (ঘ) ৮০০০ টাকা
৩০। উদ্দীপকে সুদের হার একই থাকলে ঐ টাকায় সে ৮ বছর পর কত মুনাফা পেত?
(ক) ৪০০০ টাকা (খ) ৫০০০ টাকা (গ) ৩৫০০ টাকা (ঘ) ৩০০০ টাকা
উত্তর : ২১. খ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক ।

 


আরো সংবাদ



premium cement