০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


যা বললেন জুবায়ের

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের - ছবি : সংগৃহীত

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট নগরীর মানুষের ভালোবাসায় টেবিল ঘড়ি বিজয়ের লক্ষ্যে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া আমাদের পথচলাকে শানিত করছে। নগরীকে শান্তির নগরীতে পরিণত করতে সিলেটবাসী ঘড়ি মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় টেবিল ঘড়ির বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ। তিনি গতকাল দিনভর শেখঘাট বনকলাপাড়া, ঘাসিটুলাসহ নগরীর বিভিন্ন স্থানে পৃথক মতবিনিময় ও গণসংযোগকালে এ কথা বলেন। এ সময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মো: শাহজাহান আলী, মুফতি আলী হায়দার, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন, ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।

আরো পড়ুন :

জুবায়েরের কর্মীদের ওপর কামরান সমর্থকদের হামলার ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া
এনামুল হক জুবের সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর চেয়ে অনেক এগিয়ে রয়েছে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরানের প্রচারণা। এ দুইজনের প্রচারণার চেয়েও কোনো অংশে কম নয় মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের টেবিল ঘড়ি মার্কার প্রচারণা। জুবায়েরের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক পুরো নগরীতে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই প্রচারণা চালাতে গিয়ে অনেক স্থানে নৌকা সমর্থকদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। সর্বশেষ গত রোববার রাতে নগরীর দর্শন দেউড়ী এলাকায় আহত হয়েছেন পাঁচ কর্মী। জুবায়েরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাউজিং এস্টেট জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে টেবিল ঘড়ি মার্কার সমর্থনে একদল প্রচার কর্মী লিফলেট বিতরণ করেন। তখন সিলেট মহানগর যুবলীগের এক নেতার নেতৃত্বে একদল যুবক তাদের লিফলেট বিতরণে বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা লিফলেট বিতরণ না করেই ফিরে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওই পাঁচজন আহত হন। এর আগে গত শুক্রবার নগরীর টিলাগড়ে টেবিল ঘড়ির পক্ষে প্রচারণা চালানোর সময় নৌকা সমর্থকদের হামলায় দুইজন আহত হন।

এ ছাড়াও জুবায়েরের নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের নগরীর ২৭ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ডের নুরানী আবাসিক এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের বাদামবাগিচা, ১৯ নম্বর ওয়ার্ডের টিবি গেট এলাকায় নৌকার সমর্থকরা হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
এই হামলাসহ ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে। এসব অনাকাক্সিক্ষত ঘটনার ব্যাপারে সিলেটের জনমনে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। কিন্তু শান্ত সিলেটকে যারা অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে সুন্দর পরিবেশ বিনষ্ট হবে। তিনি বলেন, এবার ভোটারা বুঝে শুনে যোগ্য প্রার্থীকে বেছে নেবে।

ঘাসিটুলার বাসিন্দা রায়হান আহমদ নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হামলা চালিয়ে কারো অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না। এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, বিরাট সিটি এলাকায় বিচ্ছিন্নভাবে দু-একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সর্বাবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করছি। দিন দিন নৌকার পক্ষে গণজোয়ার বাড়ছে। শান্তিপূর্ণভাবে পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এবার আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। মহানগর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি ড. নূরুল ইসলাম বাবুল বলেন, টেবিল ঘড়ি মার্কার পক্ষে ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছেন তাতে আমরা আশাবাদী, জয় আমাদের হবেই। কোনো ষড়যন্ত্র আর হামলা চালিয়ে জুবায়ের ভাইয়ের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল