০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ ক্লাসিক

প্র্যাকটিস সেশনে রোনালদো সতীর্থকে দেখছেন : এএফপি -

আচমকা ঝড়ে ওলটপালট স্পেনের ফুটবল। রাশিয়া বিশ্বকাপের মাত্র এক দিন আগে হেড কোচ বরখাস্তের বিতর্কে সবার মনোযোগে স্প্যানিশ ফুটবল। ২১তম মেগা আসরের অন্যতম শিরোপা ফেবারিট দলটির আকস্মিকভাবে কোচ বিতাড়নের ঘটনা ফুটবলারদের প্রত্যাশিত পারফরম্যান্স প্রদর্শনের হুমকি হিসেবে নিয়েছেন বিশ্লেষকেরা। কিন্তু পুরোপুরি উল্টো আত্মবিশ্বাসে অটুট
দ্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। রাশান মেগা আসরের ২৮ ঘণ্টা আগে সর্বশেষ ২২ মাস দায়িত্ব পালকারী কোচ জুলেন লোপেতেগুইয়ের বরখাস্তের সিদ্ধান্ত স্পেনের বিশ্বকাপের গেম প্ল্যানে কোনো প্রভাব রাখতে পারবে না বলে দাবি করেছেন আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেস। ফেডারেশনের প্রধান কর্মকর্তার দৃঢ় আত্মবিশ্বাসের পেছনে মুখ্য ভূমিকায় স্প্যানিশ ড্রেসিং রুমের নির্ভার চিত্রনাট্য।
বিশ্বকাপ ও ইউরোজয়ী বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকুর মতো সিনিয়র সদস্য এগিয়ে এসেছেন দলীয় গণ্ডিকে আচমকা বিপর্যয়ের প্রভাবমুক্ত রাখতে। মাঠের ফুটবলে প্রায় দুই বছর অপরাজিত স্পেনও আজ মাঠে নামছে রাশান বিশ্বকাপের শিরোপা মিশনে শুভসূচনার প্রত্যয়ে। সোচির শীতকালীন অলিম্পিক স্টেডিয়ামের বি গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচের চ্যালেঞ্জে স্পেনের প্রতিপক্ষ বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল। ২১তম বিশ্বকাপের গ্রুপ পর্বের আলোচিত ম্যাচগুলোর অন্যতম আলোচিত হাইভোল্টেজ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
ডাবল ইউরো ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল বিশ্বকাপের ব্যর্থতার যন্ত্রণা সদ্যবিদয়ী হেড কোচ লোপেতেগুইয়ের অধীনে কাটিয়ে উঠেছে ইউরোপের লা রোজা খ্যাত স্পেন। বার্সা প্লে-মেকার জাভিসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্যের অবসরের শূন্যতা পূরণের পরীক্ষায় নতুন জেনারেশনের স্প্যানিশ ফুটবলারদের খুঁজে বের করার দায়িত্বও সুনিপুণ দক্ষতায় সম্পন্ন করেন সদ্য বরখাস্ত কোচ। কোনো প্রকার ইঙ্গিত ব্যতীত দীর্ঘকালীন কোচের বিদায়ের ধাক্কা নিশ্চিত করেছে বাড়তি চাপে থেকেই স্পেনের রাশান মিশনের সূচনা। তবে শক্তির বিচারে লা রোজা এগিয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ পর্তুগালের চেয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগের মেডেলজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতিও পর্তুগিজদের পিছিয়ে থাকায় কোনো পার্থক্য গড়ে দিতে পারছে না। একক কোনো তারকানির্ভর দল নয় স্পেন। একটি ইউনিট হিসেবে তারা ‘টিকিটাকা’ স্টাইলে পারফরম করবে বিশ্বকাপের মঞ্চে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত বর্তমান স্প্যানিশ স্কোয়ার্ডের ভারসাম্যও সবার নজর কেড়েছে।
গোলপোস্টের নিচে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শর্ট স্টপার রয়েছে স্পেনের। সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মওসুমের শ্রেষ্ঠ গোলরক্ষকের অ্যাওয়ার্ডজয়ী ডেভিড ডে গেয়া দলটির ফার্স্ট চয়েস গোলরক্ষক। স্প্যানিশ রক্ষণভাগে ফাটল ধরানোর কাজটিই হবে প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন কাজ। সার্জিও রামোস ও জেরার্ড পিকুর অভিজ্ঞতার সাথে জোর্দি আলবার ক্ষীপ্রতার উপস্থিতি দারুণ এক ব্যাকলাইন সমৃদ্ধ দলে পরিণত করেছে স্প্যানিশদের। মধ্য মাঠে লা রোজার প্রাণভ্রোমরার দায়িত্ব পালন করবেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে যোগ্য সহায়তার জন্য সদাপ্রস্তুত ডেভিড সিলভা-ইসকো ও বায়ার্ন মিউনিখের থিয়েগো। রাশিয়া বিশ্বকাপের মূল আসরের প্রস্তুতির চার খেলার দু’টিতে জিতেছে স্পেন। ড্র অন্য দুই খেলায়। বিশ্বকাপের মূল আসরে সূচনায় স্ট্রাইকারদের গোলখরা দূর করার চ্যালেঞ্জে সাফল্য স্পেনকে বসিয়ে দেবে শিরোপার হট সিটে।
২০১৬ সালের ইউরোর অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি সত্ত্বেও দলটি পূরণ করতে পারেনি গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন কাপের লড়াইয়ে। বিউটিফুল গেম খ্যাত ফুটবলের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ সাফল্য ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ক্লাব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা রোনালদোর। কিন্তু অতীতের মেগা আসরে তার পারফরম্যান্সের পরিসংখ্যান মোটেও স্বস্তির নয়। এবার ওই ধারাবাহিকতায় ছেদ টানতে মরিয়া পর্তুগালের অধিনায়ক। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোর চ্যাম্পিয়নদের সাফল্যের উৎসবে এক্স ফ্যাক্টর অবদান ছিল রক্ষণভাগের পারফরম্যান্স। ৭ ম্যাচের চারটিতে কোনো গোল হজম করেনি কোচ স্যান্টোসের রক্ষণাত্মক স্ট্রাইলের গেমপ্ল্যান পারফেক্ট পারফরম্যান্সে। রক্ষণসীমানা অক্ষত রাখতে অভিজ্ঞ ব্রুনো অ্যালভেজ-পেপে মূল অস্ত্র পর্তুগালের। মধ্যমাঠে দলটির ফুটবলীয় প্রাধান্য বিস্তারের দায়িত্ব মারিও ও মতিনহোর। রোনালদোর সতীর্থ হিসেবে পর্তুগালের গোল আদায়ের প্ল্যানে সহায়তা করবেন তরুণ স্ট্রাইকার আন্দ্রেস সিলভা। শক্তি ও একটি ইউনিট হিসেবে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকলেও রাশিয়া বিশ্বকাপের শুভসূচনায় সাফল্যের উৎসবে কোনো ছাড় দেবে না
পর্তুগাল। ফলে উত্তেজনায় ঠাসা ৯০ মিনিটের দারুণ এক ক্লাসিক ম্যাচ দখলে নিয়েছে ভক্তদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু।


আরো সংবাদ



premium cement
বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাফায় ইসরাইলি অভিযান ঠেকাতে 'জরুরি পদক্ষেপ' নেয়ার আহ্বান কাতারের জাতিসঙ্ঘে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বাড়ছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন; চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হায়দরাবাদের কাছে অসহায় আত্মসমর্পণ লখনৌর ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন কানাডাকে হুঁশিয়ারি ভারতের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ৩৩ ফিলিস্তিনপন্থী গ্রেফতার প্রধানমন্ত্রিত্বের উত্তরাধিকার অর্জনের যোগ্যতা নেই, রেকর্ডের মালিক বনতে চায় ফিলিস্তিন প্রশ্নে মার্কিননীতির পুনঃভারসাম্য প্রয়োজন

সকল