১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


আগডুম বাগডুম কবিতা

-

ঈদের চাঁদ
ইদ্রিস সরকার

চেয়ে দেখো ঈদের চাঁদ
আকাশ কোণে বাঁকা
তারই মাঝে ঝিলিমিলি
খুশির ছবি আঁকা।

নতুন কাপড় ঘরে ঘরে
পরবো খুশি মনে
গরিব দুখী যত আছে
দেবো প্রতিজনে।

ঈদ জামাতের নামাজ শেষে
মিলবো বুকে বুকে
ধনী-গরিব সবার সময়
কাটে যেন সুখে।

কাঙাল ভুখা পড়শী স্বজন
করবো নিমন্ত্রণ
এই নিয়মে কাটুক জীবন
এসো করি পণ।

কবুল করে নাও
আমিনুল ইসলাম

ঈমান দিয়ে দাওগো প্রভু
ঈমান দিয়ে দাও,
ইব্রাহিমের মতো আমায়
কবুল করে নাও।
আমার নামাজ, আমার রোজা
আমার সকল কাজ,
বৃথা যেন যায় না মালিক
এই ফরিয়াদ আজ।
তোমার পথে থাকতে দিও
ইসমাইলের মতো,
মনের পশু কোরবানি হোক
ঝরুক ময়লা যত।

ঈদ
শাহজাহান মোহাম্মদ

আজ এসেছে কোরবানির ঈদ
গোমরা কেন মুখ?
এলো আবার খুশির এদিন
দূর হবে সব দুখ।

চারিদিকে খুশির সুবাস
লাগল সবার গায়
ছেলে বুড়ো এক হয়ে সব
ঈদগাহেতে যায়।

নয় ভেদাভেদ উঁচু-নিচু
রাখবো কাঁধে কাঁধ
নতুন জামা নতুন বেশে
মিটবে মনের সাধ।

ঈদের হাওয়া
শরীফ সাথী

নতুন চাঁদের হাসিমুখটা
দেখে সবাই জাগল,
শহর গাঁয়ে ধুমছে খুশির
ইদের হাওয়া লাগল।
রঙিন পোশাক সবার গায়ে
ছন্দ ঢেউয়ে ভাসল,
বছর ঘুরে সবার মাঝে
ঈদ আনন্দ আসল।
ধনী-গরিব এক কাতারে
সুখের পরশ তুলল,
নেই ভেদাভেদ আপন সবাই
দ্বন্দ্ব বিভেদ ভুলল।

ঈদ এসেছে
সালাম হাসেমী

ঈদ এসেছে ঈদ এসেছে সারা বিশ^ জুড়ে,
ঈদের খুশির বাজছে বাণী নতুন সুরে সুরে।
আজ পৃথিবী রাঙা হলো খুশির ছোঁয়া পেয়ে,
গুনগুনিয়ে বাতাস যাচ্ছে খুশির নৌকা বেয়ে।
আজকে সবার মনে বইছে কত খুশির বান,
তা ধিনা ধিন নাচছে সবার খুশি ভরা প্রাণ।
সব ভেদাভেদ ভুলে গিয়ে আপন করে সবে,
উঠছে মেতে মহা খুশির নতুন কলরবে।
ঈদের শিক্ষা সারা বছর রাখবে সবাই ধরে,
শান্তি আর সুখ বজায় থাকবে এই পৃথিবীর ঘরে।


আরো সংবাদ



premium cement