০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সংক্ষিপ্ত সংবাদ

-

ওয়ারীতে রঙ বাংলাদেশ
ঐতিহ্যের ধারাবাহিকতায় ২৫ বছরে ‘রঙ বাংলাদেশ’-এর অভিযাত্রা। পুরনো শাখাগুলোর সাথে চলছে নতুন শাখা বিস্তারের প্রয়াস। সেই ধারায় ওয়ারীতে সংযোজিত হলো ২৪তম শাখা। গত ৬ মে ২০১৯ নতুন এই শাখার উদ্বোধন করেন শাহীন খান (সিওও, মীনাবাজার) এবং রঙ বাংলাদেশ-এর কর্ণধার সৌমিক দাস। আরো উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা। রঙ বাংলাদেশ-এর ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। তারপর পেয়ে যাবেন ঘরে বসে। আর ক্যাশ অন ডেলিভারির সুযোগ তো রয়েছেই।
ওয়েবসাইট : িি.িৎধহম-নফ.পড়স
আর্টিজ্যানে এ সময়ের পোশাক
ফ্যাশন ব্রান্ড আর্টিজ্যান এনেছে এ সময়ের আবহাওয়া উপযোগী নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টিশার্ট ও পলো শার্ট। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে। মোবাইল : ০১৯১৯৯৯১৮০১

মুসলিম কালেকশনে নতুন পোশাক
মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন পোশাক। মুসলিম কালেকশনে পাওয়া যাবে পাঞ্জাবি, ফুলহাতা শার্ট, টিশার্ট, ফুলহাতা ক্যাজুয়াল শার্ট, ফুলহাতা ফরমাল শার্ট ও হাফহাতা শার্ট। এ ছাড়াও মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বয়েজ শার্ট। বিক্রয়কেন্দ্র : মুসলিম কালেকশন এক্সক্লুসিভ, ৩০/৩১ জিলা পরিষদ মার্কেট (দ্বিতীয় তলা), কেরানীগঞ্জ, ঢাকা।

বার্ডস আইয়ে নতুন টি-শার্ট
বার্ডস আই নিয়ে এসেছে নতুন পোশাক। পাওয়া যাবে পাঞ্জাবি,পলো শার্ট, শাট, টিশার্ট ও ছোটদের পোশাক। পোশাকগুলো পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের পাঁচটি শোরুমে। যোগাযোগ : বার্ডস আই, আজিজ সুপার মার্কেট (প্রথম ও দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা। ফোন : ০১৯১৫০৬৮১৫৩

‘আমি কি কেবলি বলেই চলি’
বিপ্লব সাহা বিশ্বরঙ-এর কর্ণধার, যিনি যেমন সুন্দর ছবি আঁকেন এবং ডিজাইন করেন ঠিক তেমনি সুন্দর গান করেন, তিনি গানপ্রিয় একজন মানুষ গানের প্রতি ভালোবাসা থেকে তিনি এখন পর্যন্ত তার ভক্তদের অনেক গান উপহার দিয়েছেন। তাই বরাবরের মতো এবারের রোজার ঈদে তার ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন গান ‘আমি কি কেবলি বলেই চলি’। বিপ্লব সাহা এবং কর্নিয়ার কণ্ঠে গাওয়া এ গানটি তার ভক্তদের মনে ধরবে। গানটির সুর করেছেন মাহামুদ নবী। গানটি লিখেছেন সাজেদুল রহমান, মিউজিক করেছেন আজাদ রহমান ও নিউ কম্পোজিশন ছিলেন মনি জামান, মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৈৗধুরী।


আরো সংবাদ



premium cement
হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা মালয়েশিয়ায় কাল বৃহত্তম আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন রাস্তা প্রশস্ত করতে কাটা হবে ৮৫৬টি গাছ

সকল