০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান

প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া কলেজছাত্রী - ছবি : নয়া দিগন্ত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত তিন দিন থেকে অবস্থান করছেন লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। গত শুক্রবার সকালে মেয়েটি ছেলের বাড়িতে গেলে তার বাবা-মা ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তার প্রেমিকও বাড়ি থেকে সটকে পড়ে। এ অবস্থায় মেয়েটি গত তিন দিন থেকে অনাহারে-অর্ধাহারে বারান্দায় বসে দিন কাটাচ্ছেন।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার স্টেশন পাড়ার ওই কলেজছাত্রীর সাথে একই উপজেলার জগতবেড় ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মাহামুদুল হাসান লিটুর সাথে দুই বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। লিটু সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে বগুড়ায় কর্মরত আছেন।

কলেজছাত্রী জানান, প্রথমে পারিবারিকভাবে দুই পক্ষের মধ্যে বিয়ের আলোচনা হয়। এক পর্যায়ে ফেসবুকে ও মোবাইল ফোনে দু’জনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে। লিটু তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে মেলামেশা করে। লিটু বাড়িতে আসছে জানিয়ে তাকে তার বাড়িতে আসতে বলে। সে অনুযায়ী গত শুক্রবার লিটুর বাড়িতে এলে তাকে দেখে তার বাবা-মা ঘরে তালা দিয়ে বের হয়ে যান। এক পর্যায়ে লিটুও চলে যায়। এ অবস্থায় গত তিন দিন থেকে তিনি লিটুদের ঘরের বারান্দায় অবস্থান করছেন।

মেয়েটি আরো জানান, ‘লিটুর স্বজনেরা দিনরাত আমাকে বিভিন্ন অপবাদ দিচ্ছে, মানসিক নির্যাতন করছে। কিন্ত আমি প্রয়োজনে আত্মহত্যা করব তবু এখান থেকে যাব না।’

মেয়েটির স্বজনেরা জানায়, লিটুর মামা বকুল গত ঈদের সময় বিয়ের কথা বলে এবং সন্ধ্যায় এসে আনুষ্ঠানিক ভাবে বিয়ের সব কিছু পাকাপোক্ত করার কথা বলে মেয়ের ভাইয়ের কাছ থেকে ছয় হাজার টাকা নেন। এরপর সন্ধ্যায় দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা না এলে পরে মোবাইলে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

তারা আরো বলেন, ‘মেয়েটি সুন্দরী হওয়ায় বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব আসে কিন্তু সবগুলো প্রস্তাবই ওই ছেলের প্ররোচনায় ভেস্তে গেছে।’

এদিকে, মেয়েটিকে লিটুর বাড়ি থেকে নিয়ে আসার জন্য মেয়ের পরিবারকে একটি প্রভাবশালী মহল বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে তার স্বজনেরা অভিযোগ করেছেন। ফলে মেয়েটি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল