০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিএসএফের গুলিতে নিহত বাবুলের লাশ পেতে মানববন্ধন

-

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী বাবুল মিয়ার (২২) লাশ ফিরে পেতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নিহত বাবুল মিয়া নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

বুধবার বিকেলে ডিমলা উপজেলার সীমান্তবর্তী কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিহতের পরিবারের দাবি, চলতি মাসের ৩ তারিখ মঙ্গলবার ভোর রাতে ভারতীয় গরু আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদীর চরে যায়। এ সময় ভুলক্রমে সীমান্তের ওপারে প্রবেশ করলে ভারতের উড়াল বিওপি ক্যাম্পের বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া নিহত হয়। গুলির ঘটনার পরপরই বিএসএফ বাবুল মিয়ার লাশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং পরবর্তীতে কোচবিহার জেলার কুচলিবাড়ি থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্ত শেষে হাসপাতালের হিমগারে রাখে।

মানববন্ধনে নিহতের পরিবারসহ ওই এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে নিহতের মা আছিয়া খাতুন কেদে কেঁদে বলেন, ‘বিএসএফ ছেলেকে গুলি করে মারছে বলে ছেলের লাশটা-কি আমরা পাবো না। আমরা আমাদের ছেলের লাশ ছাড়া আর কিছু চাই না। আমাদেরকে লাশ এনে দেয়ার জন্য বিজিবির সহযোগিতা কামনা করছি।’

এলাকার সচেতন ব্যক্তিদের বক্তব্য, ‘৫১ বিজিবির তত্ত্বাবধায়নে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই সীমান্তে ভারতীয় গরুর একটি বিট খাটাল রয়েছে। প্রতিদিন শত শত ভারতীয় গরু কি নিজে থেকে বিট খাটালে এসে ঢুকে নাকি মানুষ নিয়ে আসে? ওপারের গরু ব্যবসায়ীরা এ সব গরু এপারের গরু ব্যবসায়ীদের হাতে তুলে না দিলে এরা গরু পাবে কোথায়? আর এ গরু আনতে গিয়ে ভারতীয়দের গুলি না করে শুধু বাংলাদেশীকে গুলি করে হত্যা করছে বিএসএফ।’

তারা বাবুল মিয়ার লাশ পেতে বিজিবির সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল