২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৫ দিনেও দেশে আনা যায়নি বিএসএফের গুলিতে নিহতের লাশ

- ফাইল ছবি

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে তিস্তার চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মোহাম্মদ বাবুল মিয়ার (২২) লাশ পাওয়ার আশায় দ্বারে দ্বারে যাচ্ছে নিহতের পরিবার।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ডিমলা উপজেলার সীমান্তে তিস্তা নদীর চরে ৭৭২ নং পিলারের কাছে মোহাম্মদ বাবুল মিয়া(২২), সাইফুল ইসলাম (১৪) কয়েকজন বাংলাদেশী ভারতীয় গরু আনতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে।

এ সময় ভারতের উড়াল বিওপি’র বিএসএফ এলোপাথারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল মিয়া(২২) নিহত হয়। তিনি উপজেলার কালীগজ্ঞ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৪) আহত হলেও অন্যরা পালিয়ে আসে।

বিএসএফ আহত সাইফুলকে আটকসহ নিহত বাবুলের লাশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পরবর্তীতে কোচবিহার জেলার কুচলিবাড়ি থানা পুলিশ মাথাভাঙ্গা হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করাসহ আহত অবস্থায় আটক সাইফুল ইসলামকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসান্তে কোচবিহার কারাগারে প্রেরণ করে।

ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও নিহত মোহাম্মদ বাবুল মিয়ার লাশ তার পরিবার ফিরত পায়নি। লাশ ফেরতের আশায় নিহতের পরিবার স্থানিয় জনপ্রতিনিধি, বিজিবি’র দ্বারে দ্বারে ঘুরছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ রাসেল বলেন, ভাইটার লাশ ফেরতের জন্য কেউ সহযোগিতা করছে না। আমরা এখন কোথায় যাবো, কার কাছে যাবো। আমাদের লতিফ চেয়ারম্যানসহ পাটগ্রামের পানবাড়ি বিজিবি’র কাছে গিয়েছিলাম কিন্তু তারা বলছে, আমাদের কিছু করার নেই। সিও স্যার যা করবেন তাই।

তবে পাটগ্রাম উপজেলার পানবাড়ি বিজিবির কোম্পানি কমান্ডার সোহেল রানা বলেন, আমার কাছে কেউ আসেনি।

ঘটনার বিষয়ে রংপুর-৫১ বিজিবি দায়িত্বরত কর্মকর্তার সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করলেও কোন বক্তব্য পায়নি।

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনাটি শুনেছি। তবে ৫ দিনও লাশ পাওয়া যায়নি এটা আমি জানি না। তাছাড়া বিষয়টি পুরোপুরি বিজিবির। লাশ ফেরত পেতে হলে বিজিবির সহযোগিতা দরকার।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল