২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কিশোরগঞ্জে কৃষকের তামাক ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

কিশোরগঞ্জে কৃষকের তামাক ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা - নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ধাইজান পাড়া গ্রামের উজ্জল হোনের ছেলে আশেক আলী পেনকাটুর রোববার রাতে শক্রতা কারণে ৪০ শতাংশ জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

জানা গেছে, আশেক আলী কিশোরগঞ্জ মৌজায় ৪০ শতাংশ জমিতে তামাক চাষাবাদ করেন। আর মাত্র ২০ দিন পর ওই তামাক ক্ষেত থেকে কেটে ঘর ওঠাতেন তিনি। কিন্তু পূর্ব শক্রতা কারণে রোববার রাতে তামাক ক্ষেতটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কৃষক আশেক আলী সোমবার থানায় দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, সিটরাজীব দুন্দিপাড়া গ্রামের ছপিয়ার রহমান ও তার স্ত্রী তহমিনা বেগম।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement