০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


প্রেমিকার বাড়ির কাছে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

মৃত জয় শর্মার মোবাইল থেকে পাওয়া দু জনের ছবি - নয়া দিগন্ত

দিনাজপুরের খানসামায় জয় শর্মা (১৭) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে মর্গে পাঠিয়েছে পুলিশ। উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া শাহাপাড়ার বিনোদ চন্দ্র রায় (ফাগুনা) বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে জয় শর্মার মৃত্যু ঘটেছে বলে দাবী করেছে মৃতের পরিবার। সে পার্শ্ববর্তী ভাবকী ইউনিয়নের রামনগর নাপিতপাড়ার ধনঞ্জয় শর্মার ছেলে।

সে কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় বাদী হয়ে ছেলের পিতা খানসামা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জয়ের মা লক্ষ্মী রানী রায় (৪২) জানান, মেয়েটির সাথে ফোনে আমার ছেলে প্রায়ই কথা বলত। এর জের ধরে গত ১৫/২০ দিন আগে দক্ষিণ গাড়পাড়ার হরিবাসরে মেয়ের ভাই আমার ছেলেকে মারপিট করেছে। কমিটির লোকেরা আমার ছেলেকে বাঁচিয়েছে।

সোমবার (মৃত্যুর আগের দিন) বিকালে মেয়ের তাওই মুকিন্দ আমাদের বাড়িতে এসে জয়কে মেরে ফেলার হুমকি দিয়েছে। আর আজ (মঙ্গলবার) ভোরে ছেলের মৃত্যুর খবর পেলাম। মেয়ের সাথে আমার ছেলের অনেক জোড়া ছবি আছে, রেকর্ড আছে।

প্রেমের বিষয়টি সত্য উল্লেখ করে ছেলের চাচাতো ভাইয়ের স্ত্রী গীতা রানী (২৭) জানায়, আমি জানি আমার দেওর মেয়েটাকে ভালোবাসে। আমাকে সে বলেছে, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। ওই মেয়েটাকে মোবাইল, ঘড়ি, কাপড় চোপড়সহ অনেক কিছু দিয়েছে।

পক্ষান্তরে ফাগুনার স্ত্রী বানী রানী (৪০) ও তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে (১৫) জানায়, আমরা মা ও মেয়ে ভোর প্রায় ৫টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে যাই এবং ল্যাট্রিনে ব্যবহৃত পানির বদনা আনতে ঘরের কোণায় গিয়ে ছেলেটার পা দেখতে পাই। তখন চিৎকার করতে থাকি। আমরা তাকে চিনিনা কোন দিন দেখিনি।

অপরদিকে নিহতের নানা শুশীল রায় (৬৫) জানান, গত ১৫ দিন আগে আমার নাতি আমাকে বলেছিল সে ওই মেয়েকে বিয়ে করবে। কোন মেয়ে জানিনা। নাতি মোর চলি গেলো।

খামারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু বলেন, আমি পোনে ৭টার দিকে শুনেছি। এলাকাবাসী আমাকে মোবাইলে খবর দিয়েছে। আমি লাশ দেখলাম। পক্ষান্তরে ভাবকী ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম জানান, বিষয়টি দেখলাম। মৃত্যুর রহস্যটি ময়না তদন্তের পর জানা যাবে।

খানসামা থানার তদন্তকারী এস আই এ কে এম আতিকুর রহমান জানান, আমরা লাশটিকে ঝোলানো অবস্থায় মাটিতে শোয়ানো পেয়েছি। ছেলের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। মামলার রেকর্ডের কাজ চলছে।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল