২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বৌকে গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন দণ্ড

বৌকে গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন দণ্ড - নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্ত মারুফ হাসানের আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান এই আদেশ দেন। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কারাদন্ড প্রাপ্ত মারুফ হাসান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের বজলুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাগাতিপাড়ার চন্দ্রখৈর গ্রামের বজলুর রহমানের ছেলে মারুফ হাসানের সাথে একই উপজেলার রামাগাড়ী গ্রামের ইনামুল হকের মেয়ে ইসমত আরা ইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ২০১৬ সালের ৮ জুন মারুফ হাসান তার স্ত্রী ইসমত আরা ইমাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে মারুফ হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিনই নিহত ইসমত আরা ইমার বাবা ইনামুল হক বাদি হয়ে জামাতা মারুফ হাসানকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য গ্রহন শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান অভিযুক্ত মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল